সিলেটে ‘ওসমানী : মুক্তিযুদ্ধের অনন্য পুরুষ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ওসমানী যাদুঘর ও বাংলাদেশ জাতীয় যাদুঘর বৃহস্পতিবার বিকেলে ওসমানী যাদুঘর প্রাঙ্গণে এর আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। আলোচক ছিলেন, জাতীয় যাদুঘরের জনশিক্ষা বিভাগের কিপার শিহাব শাহরিয়ার, কবি এ কে শেরাম ও সেক্টর কমান্ডার্স ফোরামের বিভাগীয় সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আব্দাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রাগীব রাবেয়া কলেজের সহকারী অধ্যাপক কবি খালেদ-উদ-দীন। স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় যাদুঘরের অডেটোরিয়াম ম্যানেজার রাশেদুল আলম প্রদীপ। ধন্যবাদ জ্ঞাপন করেন, ওসমানী যাদুঘরের সহকারী কিপার জিয়ারত হোসেন খান, সঞ্চালনায় ছিলেন, জাতীয় যাদুঘরের শিক্ষা কর্মকর্তা সাইদ শামসুল কবির।
Leave a Reply