নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম বলেছেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর মুহম্মদ আতাউল গনী ওসমানী সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে।
শুক্রবার বিকেলে বঙ্গবীরের ৩৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওসমানী জাদুঘর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান ও ওসমানী স্মৃতি ট্রাস্টের সদস্য অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী। সভাপতিত্ব করেন, সাংবাদিক মুহাম্মদ ফয়জুর রহমান। পরে দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়।
জেনারেল এম এ জি ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বঙ্গবীরের জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের আহ্বান জানান।
সন্ধ্যায় ধোপাদিঘির পাড়ে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল। বিশেষ অতিথি ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ কে এম শমিউল আলম, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ও সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদ। পরিচালনায় ছিলেন, মহানগর যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এন আই এম মাসুম।
Leave a Reply