নিজস্ব প্রতিবেদক : সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণী ওসমানীর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে বাংলাদেশ সেনা বাহিনীর পক্ষ থেকে ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম শামিম উজ জামান ও এস আই এন্ড টির কমান্ড্যান্ট মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী বঙ্গবীরের সমাধিতে পুষ্পস্তবক নিবেদন করেন। এ সময় বিউগলের সুরে জাতীয় পতাকা অবনমিত ও পুনরায় উত্তোলন এবং মোনাজাত করা হয়।
সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ এবং ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের পক্ষ থেকেও। এছাড়া ওসমানী জাদুঘর নানা কর্মসূচি গ্রহণ করে।
এর আগে শুক্রবার বাদ জুম্মা বঙ্গবীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট নূরুল ইসলাম খানের নেতৃত্বে এম এ জি ওসমানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, জিয়ারত, মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়।
Leave a Reply