সাংস্কৃতিক প্রতিবেদক : জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক বাছাই প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সঙ্গীতজ্ঞ হিমাংশু বিশ্বাস, বাংলাদেশ বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক আমিরুল ইসলাম মাসুক, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও সিলেট মহানগর সভাপতি আলী আশফাক। সভাপতিত্ব করেন, জেলা সভাপতি ফয়সল আহমদ। সাধারণ সম্পাদক পিংকু ধরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, শাহজাহান আজিজ, ইমরানুর রহমান, আলী হোসেন সুমন ও আব্দুল গফফার রাজু।
Leave a Reply