নিজস্ব প্রতিবেদক : কমিউনিটি ক্লিনিকে ম্যাটস হতে পাশ করা ডিপ্লোমা চিকিৎসকদের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে পদ সৃষ্টি সহ ৪ দফা দাবিতে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
রবিবার দুপুরে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের মহানগর সভাপতি ডা পবিত্র রঞ্জন বণিক। বিশেষ অতিথি ছিলেন, ডা প্রদীপ কুমার দাস ও ডা শিব্বির আহমদ। সভাপতিত্ব্ করেন, আয়োজক সংগঠনের মহানগর সভাপতি সাইদুর রহমান রায়হান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধরণ সম্পাদক সুহেল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক সোহাগ আহমদ ও তোফাজ্জেল খান। পরিচালনায় ছিলেন, রুমন আহমদ ও জাহাঙ্গীর আলম।
Leave a Reply