ক্রীড়াঙ্গন প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায়, সিলেট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সিলেটে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে।
বুধবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম ও প্রাইম ব্যাংক লিমিটেডের সিলেট শাখা প্রধান আশীষ ভট্টাচার্য্য। সভাপতিত্ব করেন, জেলা ক্রীড়া সংস্থার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহবায়ক আলী ওয়াসিক উজ্জামান চৌধুরী অনি।
সঞ্চালনায় ছিলেন, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।
Leave a Reply