নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে এবং কে স্পোর্টসের সহযোগিতায় ৬টি দেশের অংশগ্রহণে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা আগামী ১ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে জেলা প্রশাসক নুমেরী জামান মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাংবাদিক, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও নির্ধারিত হোটেল মালিকদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, বাফুফের নির্বাহী সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।
Leave a Reply