নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ইউনেস্কো থেকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ উপলক্ষে সিলেটে বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয়-কলেজ মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ, সিলেট এই খেলার আয়োজন করেছে।
শনিবার বিকেলে জেলা স্টেডিয়াম সংলগ্ন বাস্কেট বল মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ। সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের সভাপতি মেহেদী কাবুল।
বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ১৬টি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় সিলেট কমার্স কলেজ ১-০ গোলে রাগীব রাবেয়া মেডিকেল কলেজকে পরাজিত করে।
Leave a Reply