বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সিলেট জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার। বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক প্রতিনিধি প্রফেসর ইমেরিটাস ড এ কে আব্দুল মোমেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম শমিউল আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক অ্যাভোকেট শাহ মোশাহিদ আলী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়েকুজ্জামান মোল্লা। বিশেষ বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক এএফএম রুহুল আনাম চৌধুরী। সভাপতিত্ব করেন সিলেট স্পেশাল পিপি আব্দুল মালেক।
অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার বলেন, ৫ই জানুয়ারির নির্বাচন না হলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত হতো।
সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সিলেটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওবায়দুল রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাভোকেট শাহ আশরাফুল ইসলাম, অ্যডভোকেট আজিজুর রহমান, মৌলভীবাজার জেলা বঙ্গবন্ধু আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাস ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল হাই প্রমুখ।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন অ্যাডভোকেট কাজী ফখরুল ইসলাম। গীতা পাঠ করেন অ্যাডভোকেট দিলীপ কুমার দাস চৌধুরী।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট বিপ্লব কান্তি দে মাধব।
Leave a Reply