নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর শাহজালাল উপশহর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সিলেটের ডাকের ফটো সাংবাদিক জাবেদ আহমদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।
সংগঠনের সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকরামুল কবির, ইকবাল মাহমুদ, আবদুল কাদের তাপাদার, ইমজার সভাপতি আশরাফুল কবির, সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু, প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, আব্দুর রাজ্জাক, শেখ আশরাফুল আলম নাসির, দুলাল হোসেন ও আশরাফুল ইসলাম ইমরান।
Leave a Reply