নিজস্ব প্রতিবেদক : সিলেটে আদালত এলাকায় যমুনা টেলিভিশনের ক্যামেরা জার্নালিস্ট নিরানন্দ পাল ও দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসানের উপর হামলার ঘটনায় বৃহস্পতিবার রাতে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
বাদি নিরানন্দ পাল। মামলায় আওয়ামী লীগের জৈন্তাপুর উপজেলা সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ বাবর সহ ৬ জনকে আসামি করা হয়েছে।
এদিকে বিকেলে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার এক জরুরি সভা থেকে হামলায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে শনিবারের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এছাড়া মামলার আসামিদের অবিলম্বে গ্রেফতার করতে পুলিশের প্রতি আহ্বান জানানো হয়।
Leave a Reply