নিজস্ব প্রতিবেদক : বিশ্ববাসীর ‘আবুল মাল আবদুল মুহিত’, দেশবাসীর ‘মুহিত সাহেব’ আর সিলেটবাসীর ‘মুহিত সাব’ সিলেটে প্রিয় স্বদেশের শ্যামল-কোমল মাটিতে শেষশয্যা গ্রহণ করলেন। রবিবার বিকেলে তাকে মহানগরীর মিরাবাজার এলাকায় ডেপুটি বাড়িতে পারিবারিক কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হয়। শুক্রবার মধ্যরাতে তিনি ঢাকায় ইন্তেকাল করেন।
শনিবার রাত ১০টার দিকে আব্দুল মাল আব্দুল মুহিতের মরদেহ সিলেট নিয়ে আসা হয়। প্রাণহীন তাকে বিশেষ ব্যবস্থায় রাখা হয় মহানগরীর ধোপাদিঘিরপাড়ে ‘মুহিত সাবের বাড়ি’ নামে খ্যাত হাফিজ কমপ্লেক্সে। রবিবার দুপুর ১২টায় নেওয়া হয় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্যে। সেখানে শেষ বিদায় জানাতে জনস্রোত আর ফুলেল শ্রদ্ধা নিবেদন প্রমাণ করে, তিনি মানুষের কতটা প্রিয় ছিলেন।
দুপুর ২টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয় সর্বশেষ নামাজে জানাজা। এর আগে আব্দুল মাল আব্দুল মুহিতের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো শাহাবউদ্দিন, সাবেক চিফ হুইপ সাংসদ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, হাবিবুর রহমান হাবিব ও মোকাব্বির খান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, ভারপ্রাপ্ত জেলা সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞা জানান, পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন। সঞ্চালনায় ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন। জানাজায় ইমামিত করেন, মাওলানা মুহিবুল হক গাছবাড়ি। এছাড়াও বিভাগীয় ও জেলা পর্যায়ের সকল শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নামাজে জানাজা শেষে আবুল মাল আবদুল মুহিতের মরদেহ ডেপুটি বাড়িতে নিয়ে যাওয়া হয়।
Leave a Reply