নিজস্ব প্রতিবেদক : সিলেটে ভয়ংকর ‘করোনা’ যুদ্ধে বিজয়ী এক ডাক্তার সহ পাঁচ জন চিকিৎসা শেষে প্রিয়জনদের কাছে ফিরে গেছেন।
তারা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন ছিলেন।
পুরোপুরি সুস্থ হয়ে উঠার ব্যাপারে প্রয়োজনীয় পরীক্ষা শেষে বুধবার তাদেরকে ছাড়পত্র দেওয়া। দুপুর পৌণে ১টার দিকে গোলাপ উপহার তাদের বিদায় জানান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা মো ইউনুছুর রহমান, উপ পরিচালক ডা হিমাংশু লাল রায়, সিভিল সার্জন ডা প্রেমানন্দ মণ্ডল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা সুশান্ত কুমার মহাপাত্র।
শহীদ শামসুদ্দিন হাসপাতালে এখনো ১৪ জন ‘করোনা’ রোগী চিকিৎসা নিচ্ছেন।
Leave a Reply