দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সিলেটের অর্থায়নে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শাবিপ্রবি এলাকায় মহানগরীর বিভিন্ন এলাকার ২৫০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল ও ছোলাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড মো ফারুক উদ্দিন, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সিলেট শাখার এডিপি ও শাখা ব্যবস্থাপক এ এম এম নিজামুদ্দৌলা খান, অপারেশন ম্যানেজার মো আবুল বাশার, সোনালী ব্যাংকের ম্যানেজার দ্বিগবিজয় দত্ত, কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজার আ স ম সায়েম, সমাজবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আল মামুন টিপু, ইউএনডিপি ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর মো রবিউল আলম নাসিম, শাবিপ্রবির সহকারী অধ্যাপক আশীষ কুমার বণিক, মাউন্টএডোরা হাসপাতালের ম্যানেজার এ বি এম জর্জেসুর রহমান, জাহাঙ্গীর হাসান ও মাহবুব খলিল।
Leave a Reply