সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেটে দুই দিনব্যাপী প্রযোজনা ভিত্তিক রবীন্দ্র নাট্য বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।
এর আয়োজন করেছে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। প্রশিক্ষণ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক ও নাট্য নির্দেশক অসীম দাশ।
প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে, শারদা স্মৃতি ভবনে সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষে। প্রশিক্ষণ নিচ্ছেন, সম্মিলিত নাট্য পরিষদের সদস্য সংগঠনগুলোর ৪৪ জন কর্মী। শনিবার সন্ধ্যা ৭টায় প্রশিক্ষণ শেষ হবে।
প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে এর উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
Leave a Reply