নিজস্ব প্রতিবেদক : এক প্রবাসীর মৃত্যুর পর তার দ্বিতীয় পক্ষের নাবালক সন্তানের নামে রেজিস্ট্রিকৃত অছিয়ত নামামূলে হস্তান্তর করে যাওয়া একটি মার্কেট প্রথম পক্ষের স্ত্রী-সন্তান দখল করতে উঠেপড়ে লেগেছেন বলে অভিযোগ করা হয়েছে।
বুধবার সিলেট মহানগরীর মেন্দিবাগে আহুত সংবাদ সম্মেলনে প্রবাসী আব্দুস ছত্তারের দ্বিতীয় স্ত্রী তাহমিনা বেগম এ অভিযোগ করেন।
তার অভিযোগ, আব্দুস ছত্তার দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তার চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় ২ কোটি। এই সময়-এমনকি মৃত্যুকালেও তার পাশে দাঁড়াননি প্রথম স্ত্রী সাবিহা খাতুন ও তার পক্ষের সন্তানেরা। অথচ এখন তারা দুই সন্তানসহ তার জীবনকে বিপন্ন করে তুলেছেন।
তিনি আরও জানান, গত ১৪ সেপ্টেম্বর আব্দুস ছত্তারের প্রথম পক্ষের ছেলে আমজাদ হোসেন সংবাদ সম্মেলন করে তাকে সৎ মা হিসেবে অস্বীকার করে তার বিরুদ্ধে উদ্ভট, কাল্পলিক ও মানহানিকর বক্তব্য রাখেন।
নিজের মালিকানাধীন ছত্তার ম্যানশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাহমিনা বেগম উল্লেখ করেন, তার স্বামীর সঙ্গে অনেক বছর প্রথম স্ত্রী সাবিহা খাতুনের কোনো যোগাযোগ ছিল না। তিনি সন্তান নিয়ে লন্ডন বসবাস করছিলেন। ২০১০ সালের ৫ মে সিলেট কোতোয়ালি থানায় স্বামীর বিরুদ্ধে জিডি করেন সাবিহা খাতুন। এর আগে ২০০৯ সালে তার ভাই শফিক আলীও জিডি করেন। এমন পরিস্থিতিতে ২০১০ সালের ১৬ জুলাই আব্দুস ছত্তারের সঙ্গে তার বিয়ে হয়। আফসানা আক্তার মাসিয়া ও আজহার হোসেন নামের তাদের দুটি সন্তানও রয়েছে।
আব্দুস ছত্তার দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর ২০২২ সালের ৬ এপ্রিল তার মালিকানাধীন ছত্তার ম্যানশন নাবালক ছেলে আজহার হোসেনের নামে রেজিস্ট্রিকৃত অছিয়ত নামামূলে হস্তান্তর করেন। নাবালক সন্তানের পক্ষে মার্কেটটির রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণকারী হিসেবে স্থলাভিষিক্ত হন তামিনা বেগম। অসুস্থ অবস্থায় স্বামীকে দেশ-বিদেশে চিকিৎসা করাতে প্রায় ২ কোটি টাকা খরচ করা হয়। গত ২৬ মে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এক প্রশ্নের জবাবে তাহমিনা বেগম বলেন, তার স্বামীর বেশ সম্পদ রয়েছে। তা এখনো ভাগবাটোয়ারা হয়নি। দ্বিতীয় স্ত্রী হিসেবে তিনি ও তার সন্তানরা তাতে আইন অনুযায়ী অংশ পান; কিন্তু তিনি তা দাবি করছেননা। এরপরও নাবালক সন্তানকে বাবার দেওয়া সম্পদ তারা দখল নিতে চাইছেন। এলাকার জনপ্রতিনিধি ও আত্মীয়স্বজনসহ মুরব্বিদের কোনো কথা তারা শুনছেন না।
সংবাদ সম্মেলনে স্থানীয় কাউন্সিলর মোস্তাক আহমদ, আত্মীয় আখতার হোসেন, আব্দুল হান্নান শরীফ, কবির আহমদ দুলাল, কয়েছ আহমদ ও সৈয়দ নূরুজ্জামান উপস্থিত ছিলেন।
Leave a Reply