সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসভা সফল ও স্বার্থক হওয়ায় জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ দলীয় এবং সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আওয়ামী লীগের মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ এক যুক্ত বিবৃতিতে জনসভাকে জনতার মহাসমুদ্রে পরিণত করায় সিলেটবাসীকেও অভিনন্দন জানান।
নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসভা জনতার মহাসমুদ্রে পরিণত হওয়ায় প্রমাণিত হয়েছে, সিলেটবাসী নৌকার পক্ষে ঐক্যবদ্ধ রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন নির্বিঘ্ন করায় আওয়ামী লীগ নেতারা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকেও ধন্যবাদ জানান।
Leave a Reply