ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেটে প্রথম বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের আসর বসছে রবিবার থেকে। জেলা স্টেডিয়ামে প্রতিদিন খেলা হবে দুটি করে। সিলেট ভেন্যুর খেলাকে সামনে রেখে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন-ডিএফএর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১টায় মহানগরীর রিকাবীবাজারে জেলা ক্রীড়া ভবনে এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়। এতে বলা হয়, সিলেটে বিপিএলে দেশের খ্যাতিমান ১২টি দল অংশগ্রহণ করবে। প্রতিটি দলেই দেশী ও বিদেশী খেলোয়াড় থাকবেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের ব্যবস্থাপনায়, সাইফ গ্লোবাল স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় ও ডিএফএর তত্ত্বাবধানে সিলেট জেলা স্টেডিয়ামে খেলা চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন দুটি খেলা অনুষ্ঠিত হবে। ১ম খেলা বিকেল সাড়ে ৪টায় এবং ২য় খেলা সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। এছাড়া খেলোয়াড়দের অনুশীলনের জন্য সিলেট ক্যাডেট কলেজ মাঠ, পুলিশ লাইন উপরের মাঠ ও বর্ডার গার্ড বাংলাদেশের মাঠ প্রস্তুত করা হয়েছে।
বিপিএল সিলেট ভেন্যুর খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসক মো জয়নাল আবেদীনকে চেয়ারম্যান ও ডিএফএ সভাপতি মাহিউদ্দিন সেলিমকে সদস্য সচিব করে স্থানীয় সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে।
বিপিএলে অংশগ্রহণকারী দলগুলো হলো, ঢাকা আবাহনী, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, ফেনী সকার ক্লাব, টিম বিজেএমসি, উত্তর বারিধারা, আরামবাগ ও রহমতগঞ্জ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ডিএফএ সভাপতি মাহিউদ্দিন সেলিম। আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো শহিদুল ইসলাম চৌধুরী ও জেবি-বিপিএলের প্রধান সমন্বয়ক শাকিল মাহমুদ চৌধুরী। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও বিজিত চৌধুরী উপস্থিত ছিলেন।
Leave a Reply