ক্রীড়া প্রতিবেদক : আগামী ২১ সেপ্টেম্বর থেকে সিলেটে দুই দিনব্যাপী স্টারটেল প্রথম জেলা কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ কারাতে ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
শনিবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতায় অংশ নিতে ২০ সেপ্টেম্বর পর্যন্ত নাম তালিকাভুক্ত করা যাবে।
জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি সিটি কাউন্সিল দেলওয়ার হোসাইন সজীবের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ এ মাসুদ রানা। শহিদুল ইসলাম সৌমিকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সহ সভাপতি বি এম আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক তানুন খান, দফতর সম্পাদক মাহবুব হোসাইন, কোচ নজরুল ইসলাম ও খালেদ আহমদ।
Leave a Reply