বিশেষ প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্র্রের নিউইয়র্ক ইউনিভার্সিটির পালমোনারি ও ক্রিটিক্যাল কেয়ারের বাংলাদেশী বংশোদ্ভুদ চিকিৎসক নাহরীন আহমেদ বলেছেন, যেকোন হাসপাতালে আইসিইউতে ভর্তি জটিল রোগীদের ক্ষেত্রে সময় ক্ষেপণ না করে যত তাড়াতাড়ি সম্ভব রোগ নির্ণয় করে চিকিৎসা সেবা শুরু করা প্রয়োজন। এজন্য ছোট্ট আল্ট্রাসনোগ্রাম মেশিন ব্যবহারের মাধ্যমে কি করে জরুরি পরিস্থিতিতে রোগ নির্ণয় ও প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দেয়া যায় তা জানা দরকার। এ জন্যে প্রশিক্ষণের বিকল্প নেই। অন্যান্য দেশে এ প্রক্রিয়ায় চিকিৎসা সেবা চলছে। এ ক্ষেত্রে বাংলাদেশকে পিছিয়ে থাকলে চলবেনা।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ কেন্দ্রীয় সংসদ ও সিলেট কিডনি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মঙ্গলবার ও বুধবার মহানগরীর তেলিহাওরে পার্কভিউ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মিলনায়তনে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় মুখ্য প্রশিক্ষকের বক্তব্যে তিনি একথা বলেন।
তার সাথে প্রশিক্ষণ সহযোগিতায় ছিলেন নিউইয়র্ক মাউন্ট সিনাই মেডিকেল কলেজের আরেক বাংলাদেশী-আমেরিকান চিকিৎসক সাঈদা হাসান। কর্মশালায় মহানগরীর বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমের ১৫ জন চিকিৎসক অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা আবুল আহবাব, অধ্যাপক ডা ওছুল আহমদ চৌধুরী, ডা নাজমুস সাকিব, ডা ইহতেশামুল হক চৌধুরী দুলাল, সিলেট কিডনি ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা লায়ন জুবায়ের আহমদ চৌধুরী, যেহিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব) আব্দুস সালাম বীরপ্রতীক ও ফরিদা নাসরিন।
ডা নাহরীন আহমেদ একমাস আগে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘চিকিৎসা শাস্ত্রে নবরূপায়ন’ শীর্ষক ৪ দিনব্যাপী সেমিনারে অংশ নেন। এরপর পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন হাসপাতালের আইসিইউ ও জরুরি বিভাগের চিকিৎসকদের প্রশিক্ষণ দেন। এতে অংশ নেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এপোলো হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, হলি ফ্যামিলি হাসপাতাল ও বারডেম হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমের চিকিৎসকবৃন্দ।
ডা নাহরীন আহমেদ প্রতিবছর অন্ততঃ একবার করে বাংলাদেশে এসে এই ধরনের কার্যক্রম পরিচালনার প্রত্যশা ব্যক্ত করেন।
ডা নাহরীন আহমেদ যুক্তরাষ্ট্রের ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা জিয়াউদ্দিন আহমেদের মেয়ে এবং মহান মুক্তিযুদ্ধের শহীদ অধ্যাপক ডা শামসুদ্দিন আহমেদ ও সিলেটের নারীশিক্ষার অগ্রদুত অধ্যক্ষ হোসনে আরা আহমেদের নাতনি।
আলাপকালে ডা নাহরীন আহমেদ বলেন, দেশের জন্য তার দাদার মহান আত্মত্যাগ ও সেবামূলক কার্যক্রম এবং বাবার প্রতিবছর বাংলাদেশে এসে চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখা ও চিকিৎসা কার্যক্রমে উন্নতির নিরলস কর্মতৎপরতা তাকে অনুপ্রেরণা ও উৎসাহ যুগিয়েছে।
Leave a Reply