সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো সামছুল হক বলেছেন, মানবতার মুক্তিদূত বিশ্বনবীর (সা) আদর্শ অনুসরণের মধ্য দিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তাঁর আগমনে ধন্য হয়েছিল পৃথিবী, দূর হয়েছিল অন্ধকার, উদ্ভাসিত হয়েছিল দিক-দিগন্ত, মানবতা খুঁজে পেয়েছিল মুক্তি, স্বস্তি ও শান্তির পথ। তাই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রসহ সকল পর্যায়ে বিশ্বনবীর (সা) জীবনাদর্শ চর্চা ও বাস্তবায়নের মধ্যে মুসলিম উম্মাহর কল্যাণ নিহিত রয়েছে।
শুক্রবার বাদ জুমআ জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলে মাহে রবিউল আউয়াল উপলক্ষে প্রত্যাশা সাংস্কৃতিক সংসদ সিলেট মহানগর কোতয়ালি পশ্চিম থানা আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সীরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রত্যাশা সাংস্কৃতিক পরিষদের আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। আলোচনা পেশ করবেন, হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়েখ সাঈদ নূরুজ্জামান আল মাদানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ মাওলানা সোহেল আহমদ, অ্যাডভোকেট আব্দুর রব, মাওলানা আব্দুল মুকিত, মু আজিজুল ইসলাম, পারভেজ আহমদ, ব্যবসায়ী সুলতান আহমদ খান, আব্দুল কাদির ও অ্যাডভোকেট আজিম উদ্দিন।
হামদ ও নাত পরিবেশন করেন দিশারী শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply