নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলায় প্রতি মাসে নিম্নআয়ের ১ লাখ ৮৩ হাজার ৩৬৩ পরিবারকে ভর্তুকিমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির পণ্যসামগ্রী দেওয়া হয়।
রবিবার, ২৪ সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নিত্য প্রয়োজনী দ্রব্যের মূল সহনীয় পর্যায়ে রাখতে টিসিবির পণ্য বিক্রয় সংক্রান্ত জেলা মনিটরিং কমিটির সভায় এ তথ্য প্রকাশ করা হয়।
সভায় বর্তমান প্রেক্ষাপটে সিলেট মহানগরীর বর্ধিত ১৫টি ওয়ার্ডে সুবিধাভোগীর সংখ্যা আরও বাড়ানোর সুপারিশ ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘ফ্যামিলি কার্ড’ প্রাপ্ত প্রতিটি পরিবার মাসে টিসিবির ৫ কেজি চাল, ২ কেজি ডাল ও ২ লিটার সয়াবিন তেল কিনতে পারে।
সভার সভাপতি জেলা প্রশাসক শেখ রাসেল হাসান টিসিবির পণ্যসামগ্রী বিক্রিতে সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেন।
এছাড়া প্রতিমাসে মনিটরিং কমিটির সভা আয়োজনের উপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
জেলা প্রশাসক বলেন, সরকার ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য বিক্রির পাশাপাশি আলু ও পিঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনের সঞ্চালনায় সভায় জ্যেষ্ঠ সহাকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান টিসিবির পণ্য সরবরাহ ও বাজার পরিস্থিতি তুলে ধরেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সহকারী পুলিশ সুপার মো সম্রাট তালুকদার, সিলেট জেলা প্রেসক্লাব ও ইমজার সাবেক সভাপতি আল আজাদ এবং সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী রুহুল আলম । এছাড়াও জেলা পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply