নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছুরিকাঘাতে সংগঠনের মহানগর শাখার নেতা আবুল হাসান শিমু হয়েছেন।
পুলিশ জানায়, সোমবার বিকালে মহানগরীর কোর্ট পয়েন্ট থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার প্রস্তুতিকারে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হন কমপক্ষে ১০ জন। আহতদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে আবুল হাসান শিমু সন্ধ্যায় মারা যান। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আবুল হাসান শিমু আহমদ (৩২) মহানগরীর আরামবাগ এলাকার আব্দুল আজিজের ছেলে।
কোতয়ালি মডেল থানার ওসি গৌসুল হোসেন জানান, পুলিশ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেছেন, শোভযাত্রায় ছুরিকাঘাতের এমন ঘটনা দু:খজনক। এ বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply