সিলেটে ব্রিটিশ দাতব্য সংস্থা ইস্টহ্যান্ডস দেড়শতাধিক প্রতিবন্ধী শিশু ও অসহায় মানুষকে ঈদউপহার দিয়েছে।
বুধবার বিকেলে মহানগরীর বড়বাজার এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয় প্রাঙ্গণে এ উপহার সবার হাতে তুলে দেওয়া হয়।
তুলে দেন, প্রধান অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট শিল্পপতি মঞ্জুর কাদির শাফি এলিম, সিসিক কাউন্সিলর রেজওয়ান আহমদ, গোয়াইটুলা জামে মসজিদের মোতাওয়াল্লি সোলেমান আহমদ এবং সিলেট বিভাগীয় ব্যাডমিন্টন কমিটির সভাপতি ও মিচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিলেট বিভাগীয় প্রধান কামরান আহমদ।
শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, সমাজের অবহেলিত প্রতিবন্ধী মানুষদের পাশে সবার দাঁড়ানো উচিত। তাদের মাঝেও ঈদের আনন্দ ছড়িয়ে দিতে হবে।
স্বাগত বক্তব্যে কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন, ইস্টহ্যান্ডস প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে অসহায় মানুষদের কাছে উপহার পৌঁছে দিচ্ছে।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply