সিলেটে প্রতিবন্ধী শিশুদের জন্য ব্রিটিশ দাতব্য সংস্থা ইস্ট হ্যান্ডস ঈদ উপহার হিসেবে একমাসের খাদ্যসামগ্রী দিয়েছে।
মঙ্গলবার বিকেলে মহানগরীর জিন্দাবাজারে গ্রীণ ডিজএ্যাবল্ড ফাউন্ডেশনের প্রতিবন্ধী শিশুদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরকে শিক্ষিত করে তুলতে পারলে দেশ ও জাতির উন্নয়নে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। সবার উচিত তাদের পাশে থাকা।
কাউন্সিলর জানান, তিনি সবসময় চেষ্টা করেন প্রতিবন্ধীদের জন্য কিছু করার। তার বিশ্বাস, তারাও একদিন দেশের যোগ্য নাগরিক হিসেবে পরিচিতি পাবে। তারা যাতে অবহেলার শিকার না হয় সেজন্য তিনি তার ওয়ার্ডের প্রতিবন্ধীদের জন্য কাজ করে যাচ্ছেন।
রেজওয়ান আহমদ ইস্ট হ্যান্ডসের চেয়ারম্যান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, ইস্ট হ্যান্ডসের অন্যতম ট্রাস্টি, বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি ব্যক্তিত্ব বাবলুল হক, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন যুক্তরাজ্যের ব্যুরো প্রধান আ স ম মাসুম এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক ও প্রশিক্ষণ সম্পাদক, ইস্ট হ্যান্ডসের অন্যতম ট্রাস্টি এমরান আহমদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত গ্রীণ ডিজএ্যাবল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও মহাসচিব বায়জিদ খান এবং ব্যবস্থাপক স্বপন মাহমুদ ইস্ট হ্যান্ডসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে গ্রীণ ডিজএ্যাবল্ড ফাউন্ডেশনের শিক্ষিকা মৌমিতা রাণী ও সুপারভাইজার রায়হান খানসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
পরে ছাত্রী চাঁদনী ‘ও আমার সিলেটি ভাইসাব’ গানটি পরিবেশন করে।
উল্লেখ্য, ইস্ট হ্যান্ডসের মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমগুলো দেশে-বিদেশে কমিউনিটিতে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে। এই বছর রমজানে সংগঠনটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এছাড়া বাংলাদেশে প্রতিবছর ৫ শতাধিক পরিবারকে পুরো এক মাসের বাজারসহ নানা উপহার সামগ্রী দিয়ে থাকে।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply