নিজস্ব প্রতিবেদক : প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সিলেটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় বাংলাদেশ বিজনেস এন্ড ডিজএবিলিটি নেটওয়ার্কের উদ্যোগে মহানগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে এর আয়োজন করা হয়।
শনিবার সকালে চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য ইমরান আহমদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক নুমেরী জামান। সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জালালাবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতালের চেয়ারম্যান রোটারিয়ান মাহবুব সোবহানী চৌধুরী, সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি এমদাদ আহমদ, আইএলওর কান্ট্রি অফিসের কর্মকর্তা নূরুজ্জামান, জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলের কো চেয়ারম্যান সালাউদ্দিন কাশেম, আলিম ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক আলিমুল এহসান ও ফুলকলির উপ মহাব্যবস্থাপক জসিম উদ্দিন খন্দকার। পরিচালনায় ছিলেন, সিলেট চেম্বার কর্মকর্তা মিনতি দেবী।
Leave a Reply