নিজস্ব প্রতিবেদক : ‘প্রগতির পদযাত্রায় এসো, সবে মিলে গতি আনি নতুন মাত্রায়’ এই প্রতিপাদ্য নিয়ে সিলেটে প্রগতি লেখক সংঘের তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মদন মোহন কলেজ শিক্ষক মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন, মদনমোহন কলেজের অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ। প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম কিবরিয়া পিনু। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সদস্য সুদীপ্ত হান্নান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শাখার সভাপতি কবি এ কে শেরাম, শাবিপ্রবির অধ্যাপক তুলসী কুমার দাস, মেট্রোপলিটন ল’ কলেজের উপাধ্যক্ষ অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, গল্পকার মাধব রায়, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক অভিজিৎ দাস জয় ও দিরাই শাল্লা সম্প্রীতি পরিষদের সভাপতি ধীরেন্দ্র চন্দ্র দাস।
Leave a Reply