নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গোৎসব সফলভাবে সম্পন্ন করতে সিলেটের জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মো মনিরুজ্জামান মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার সকালে সিলেট পুলিশ লাইনসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি তুলে ধরেন।
পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বী বাঙালিদের এই প্রধান ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, জেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন কুমার দে, মহানগর শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত।
এ বছর সিলেট জেলা ৬০ পারিবারিক সহ ৫৭৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে।
Leave a Reply