শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার বার্ষিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে মহানগরীর চৌহাট্টায় শ্রী শ্রী ভোলানন্দ গিরি আশ্রমে এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা বিরাজ মাধব চক্রবর্তী মানস। জেলা সভাপতি অ্যডভোকেট নিরঞ্জন কমার দের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, শিক্ষাবিদ বিজিত কুমার দে, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, জেলা উপদেষ্টা অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, মহানগর সভাপতি সুব্রত দেব, সিটি কাউন্সিলর বিক্রম কর সম্রাট, বিজয় কৃষ্ণ বিশ্বাস, রজত কান্তি ভট্টাচার্য ও বিনিত কুমার চন্দ। স্বাগত বক্তব্য রাখেন, মহানগর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। পরিচালনায় ছিলেন, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ ও মহানগর যুগ্ম সম্পাদক চন্দন দাশ।
Leave a Reply