নিজস্ব প্রতিবেদক : সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেট মহানগরীর শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
তিনি সোমবার দুপুরে সিলেট আসেন এবং সন্ধ্যায় নাইয়রপুলে রামকৃষ্ণ মিশন ও আশ্রম সহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শনে যান।
রামকৃষ্ণ মিশন ও আশ্রমে তাকে স্বাগত জানান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ চন্দ্রনাথানন্দজী মহারাজ।
পূজামণ্ডপ পরিদর্শনকালে আবুল মাল আবদুল মুহিত পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তার সাথে ছিলেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া সহ অন্যরা।
Leave a Reply