নিজস্ব প্রতিবেদক : সিলেট কোতয়ালি মডেল থানা পুলিশ ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, লক্ষাধিক টাকা ও মোবাইল সেটসহ দুই ’চিহ্নিত মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে।
সিলেট মহানগর পুলিশ-এসএমপির এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনাকালে উপপুলিশ কমিশনার (উত্তর)-এর সার্বিক দিক নির্দেশনায় ও কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জের তদারকিতে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার, ২৮ মার্চ (১৪ চৈত্র) রাত অনুমান সোয়া ১টায় কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী, এসআই (নি) কাজী রিপন সরকার, টিএসআই আব্দুল মান্নান, এএসআই (নি) মঞ্জুর আহমদ, এএসআই (নি) আলা উদ্দিন, এএসআই মো আশরাফুল আলম এবং অন্যান্য অফিসার ও ফোর্স মহানগরীর মহাজনপট্টির কাছে সিরাজ মিয়ার কলোনির ৬ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করেন।
এ সময় মো কাউসার আহমদ (৩২ পিতা মৃত আব্দুর রহিম, পারুয়া, লামাপাড়া, কোম্পানীগঞ্জ, সিলেট, বর্তমান ঠিকানা সিরাজ মিয়ার কলোনি) ও নিজাম উদ্দিন (৪২ পিতা আব্দুল হামিদ, জয়তারা বেগম, পাড়ুয়া বদিকোনা, কোম্পানীগঞ্জ, সিলেট, বর্তমান ঠিকানা সিরাজ মিয়ার কলোনি) নামের দুজনকে গ্রেফতার করা হয়।
পরে তাদের হেফাজত হতে ৫ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ লাখ ১৫ হাজার টাকা ও ৩টি মোবাইল সেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করছিল বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
Leave a Reply