নিজস্ব প্রতিবেদক : সিলেটে পুলিশের বাধার কারণে বিএনপি কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করতে পারেনি।
ঢাকায় সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে রবিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর অংশ হিসেবে দলের জেলা ও মহানগর শাখা বিকেল ৩টায় মহানগরীর রেজিস্ট্রারি মাঠে বিক্ষোভ সমাবেশ আহ্বান করে; কিন্তু বেলা ২টার থেকেই পুলিশ সেখানে অবস্থান নেয়। এছাড়া সকাল থেকে রেজিস্ট্রারি মাঠের প্রধান ফটক তালাবদ্ধ করে রাখা হয়।
জেলা ও মহানগর বিএনপি নেতারা এক সাথে বিকেল ৩ট ২০ মিনিটের সময় রেজিস্ট্রারি মাঠে ঢোকার চেষ্টা করেন; কিন্তু পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তারা কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে বাধা প্রদানের তীব্র প্রতিবাদ জানান।
উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, তারা কর্মসূচি পালনের জন্যে শনিবার দুপুর ২টার দিকে মহানগর পুলিশের অনুমতি চেয়ে চিঠি দেন; কিন্তু জবাব পাননি।
বিক্ষোভ কর্মসূচি পালন করতে না দেয়ায় তারা তীব্র ক্ষোভ ও নিন্দা জানান।
অন্যদিকে সিলেট কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহাম্মদ জানান, বিএনপি রেজিস্ট্রারি ব্যবহার করতে মাঠ কর্তৃপক্ষের কোন অনুমতি নেয়নি। এছাড়া নিরপত্তা জনিত কারণে তাদেরকে বিক্ষোভ সমাবেশ করতে দেয়া হয়নি।
Leave a Reply