প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব পীর হবিবুর রহমানের রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞার আলোকে লিখিত ‘পীর হবিবুর রহমান তাঁর জীবন ও সময়’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, পীর হবিবুর রহমান শোষণের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন। কাজ করে গেছেন সকল লোভ লালসার ঊর্ধ্বে থেকে মাটি ও মানুষের কল্যাণে। সাদা মনের মানবতাবাদী এই মানুষটিকে মনে রাখতেই হবে।
শনিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলানয়তনে এ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয। এতে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন, ভাষা সৈনিক অধ্যাপক আব্দুল আজিজ। প্রকাশনা কমিটির আহবায়ক ব্যারিস্টার আরশ আলীর সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন, ঐক্য ন্যাপ সভাপতি পংকজ ভট্টাচার্য ও কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মনজুরুল আহসান খান। আলোচক ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডা শহিদুল্লাহ শিকদার ও বিশিষ্ট লেখক-কলামিস্ট রফিকুর রহমান লজু। স্বাগত বক্তব্য রাখেন, জেলা ঐক্য ন্যাপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল। পরিচালনায় ছিলেন, প্রকাশনা কমিটির সদস্য সচিব রুহুল কুদ্দুস বাবুল ও গুলজার আহমদ।
Leave a Reply