নিজস্ব প্রতিবেদক : সিলেটে কখনো হালকা, কখনো মাঝারি আবার কখনো ভারি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই বৃষ্টিপাত আরো দুইদিন অব্যাহত থাকবে। তবে ভারি বৃষ্টি আর হবেনা; কিন্তু পাহাড়ে ধস নামতে পারে।
আবহাওয়া বিভাগ শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করেছে ১১৭ মিলিমিটার। অতিবৃষ্টির কারণে মহানগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে নগরবাসী দুর্ভোগের শিকার হন।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সিলেটে সকল নদীতে পানি বাড়লেও কোথাও বিপদসীমা অতিক্রম করেনি।
বৃষ্টির পাশাপাশি পাহাড়ি ঢল নেমে আসায় সিলেট-দরবস্ত-গোয়াইনঘাট ও সিলেট-সালুটিকর-গোয়াইনঘাট সড়কের কিছু অংশ ডুবে যাওয়ায় হালকা যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
পার্শ্ববর্তী জৈন্তাপুর এলাকার নিম্নাঞ্চলেও পানি ঢুকেছে।
জেলা প্রশাসক রাহাত আনোয়ার জানিয়েছেন, পাহাড় ধসের ব্যাপারে ইতোমধ্যে পাহাড়-টিলায় বসবাসকারীদেরকে সতর্ক করা হয়েছে। সদর ও গোয়াইনঘাট উপজেলায় নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে অনেককে। যেকোন বিপর্যয় মোকাবেলায় প্রশাসন প্রস্তুত। পর্যাপ্ত ত্রাণ সামগ্রীও হাতে আছে।
গোয়াইনঘাট প্রতিনিধি মো আলী হোসেন জানান, গোয়াইনঘাট উপজেলা হাসপাতাল সড়কে পানি চুঁই চুঁই করছে।
জৈন্তাপুরের অনেক বাড়িতে পানি ঢুকে পড়ার উপক্রম। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দুই উপজেলায় ব্যাপক ফসলি জমিও বন্যার পানিতে তলিয়ে গেছে।
গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যন আবুল খায়ের জানান, এবারের বন্যার লক্ষণ খুব খারাপ। সাধ্যমতো বন্যা কবলিতদেরকে চাল, গুড়, চিড়া, মোমবাতি ও দিয়াশলাই দেয়া হচ্ছে।
Leave a Reply