নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে সিলেটের প্রতিটি পর্যটন কেন্দ্রে পর্যটকদের নিরাপদ ও স্বস্তিকর ভ্রমণ এবং খাদ্যমান নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে জেলা, উপজেলা ও আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা নিজ নিজ প্রস্তুতির কথা তুলে ধরেন।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক নুমেরী জামান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ সিংহের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল, আটাব সিলেট জোনের সভাপতি সিলটিভির পরিচালক আব্দুল জব্বার জলিল, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী, র্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুুপার মাঈন উদ্দিন চৌধুরী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মোশাররফ হোসেন ও অন্যরা।
Leave a Reply