নিজস্ব প্রতিবেদক : পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত সিলেট-ঢাকা মহাসড়কের সুনামগঞ্জ বাইপাস পয়েন্টে ২১টি গাড়িতে হাইড্রলিক হর্ন ব্যবহার ও কালো ধোঁয়া নির্গমনের দায়ে ২৩ হাজার টাকা অর্থদণ্ড করেছে।
মঙ্গলবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মোট ২৫টি হাইড্রলিক হর্নও জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা। এছাড়া জেলা আনসার ও ভিডিপি সদস্যরাও যোগ দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে বাস/ ট্রাকের চালক/ সহকারীদেরকে সচেতন করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দ দূষণ ও কালো ধোঁয়াবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply