বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় কর্মী সমাবেশে বক্তারা আশা প্রকাশ করে বলেছেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীরা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মা ও শিশুদের টিকা দেওয়ায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসংখ্যা নিয়ন্ত্রণেও বাংলাদেশ বিশ্বে রোল মডেল। তাই বঙ্গবন্ধুকন্যা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মচারীদের অবশ্যই উপযুক্ত মূল্যায়ন করবেন।
অন্যদিকে তারা অভিযোগ করেছেন, কিছু লোক পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের সাফল্যজনক কার্যক্রম সরকারের উপর মহলে গোপন রেখে নিয়োগবিধি সহ ন্যায্য দাবি-দাওবা বাস্তবায়নে গড়িমসি করছে। পরিবার কল্যাণ সহকারীদের তৃতীয় শ্রেণি পদে নিয়োগ দেওয়া হলেও এখন ৪র্থ শ্রেণির ১৭ তম গ্রেড দিয়ে পরিপত্র জারির মাধ্যমে সারাদেশে মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে সৃষ্টি করেছে অসন্তোষ। তাই অবিলম্বে এ পরিপত্র বাতিল করতে হবে।
শুক্রবার সকালে সিলেট আইনজীবী সমিতির ২ নম্বর হলে আয়োজিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন, সিলেট জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি রাশেদা খানম রিনা। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কয়েছ রশিদ দেলোয়ারের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক ফিরোজ আলী, আব্দুল বারী, ধীরাজ রায়, হোসেন আলী, পল্লব কান্ত দাস ও নূর আহমদ সহ অন্যরা।
পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
Leave a Reply