নিজস্ব প্রতিবেদক : সিলেটে পরিবহণ শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় প্রায় দেড় হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে দক্ষিণ সুরমা থানা পুলিশ মামলা দায়ের করেছে।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ।
সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে শ্রমিক কল্যাণ তহবিলের প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার দক্ষিণ সুরমায় দুই দফা সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্য সহ আহত হন অন্তত ৪০ জন। এছাড়া বেশকিছু যানবাহন এবং টিকেট কাউন্টার ভাংচুর হয়।
এদিকে বুধবার বিকেলে আগের দিনের ঘটনা নিয়ে বৈঠকে বসেন পরিবহণ মালিক-শ্রমিক নেতৃবৃন্দ। জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সেলিম আহমদ ফলিকও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ‘করোনাকালে’ অন্যায্য ঈদ বোনাসের দাবি মানতে না পারায় সংগঠনের কর্মকর্তাদের একটি অংশ গুজব ছড়িয়ে পরিবহণ সেক্টরকে অস্থির করছে।
Leave a Reply