নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বলেছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিলেটে পবিত্র ঈদুল আযহায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
রবিবার দুপুরে ঐতিহাসিক শাহী ঈদগা ময়দান পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
এসএমপি কমিশনার জানান, নিরাপত্তার স্বার্থে ঈদের জামাতে জায়নামাজ ছাড়া অন্যকিছু বহন করা যাবেনা।
তিনি জানান, নিরাপত্তার দায়িত্বে পোশাকধারী পুলিশ থাকবে পর্যাপ্ত। আরো থাকবে সাদা পোশাকধারী পুলিশ। এছাড়া ঈদুল আযহার জামাত সিসি টিভির আওতায় থাকবে।
ঈদের ছুটির সময়টাতে বাসাবাড়িতে চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশের বিশেষ নজরদারি থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
Leave a Reply