নিজস্ব প্রতিবেদক : সিলেটে ন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াডের দ্বিতীয় আসরের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মহানগরীর মিরের ময়দানে ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজে দিনব্যাপী এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এতে ৬টি বিভাগে সিলেট অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশ নেয়।
সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন ক্যাম্পাস এম্বেসেডরের সার্বিক পরিচালনায় এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এতে রয়েছে, তিনটি পর্ব, বাছাই পর্ব, থিয়েটার পর্ব ও গ্র্যান্ড ফিনালে। বাছাই পর্বে শতকরা ৫০ ভাগ নম্বর প্রাপ্তদের থিয়েটার পর্বের জন্য বাছাই করা হয়ে থাকে। এ পর্বে লিসেনিং ও প্রেজেন্টেশন দিতে হয়। ফাইনাল পর্বে তাদেরকে ইংরেজির দক্ষতার উপর একটি পরিপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্বে ইংরেজি ভাষার ৪ টি মডিউলে দক্ষতা দেখাতে হয়। এভাবে প্রত্যেকেই ইংরেজি শিক্ষায় নিজের অবস্থান যাচাই করতে পারবে। জেলার বিজয়ীরা জাতীয় পর্যায়ে এবং ফাইনালে যাওয়ার সুযোগ পাবে।
Leave a Reply