নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান সব নেতাকর্মীকে সাথে নিয়ে তৃণমূল পর্যায়ে দলকে আরো শক্তিশালী করতে চান।
রবিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
বদর উদ্দিন আহমদ কামরান বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সিলেটবাসীর প্রতি সম্মান দেখিয়ে, নেতৃত্বকে মূল্যায়ন করে ও নেতাকর্মীদের উপর বিশ্বাস রেখে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও দলের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট আবু নছরকে দ্বিতীয়বার উপদেষ্টা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে সভাপতিমণ্ডলীর সদস্য, অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজকে তৃতীয়বার সাংগঠনিক সম্পাদক ও তাকে কার্যনির্বাহী সদস্য করেছেন।
দলীয় প্রধানের সম্মান প্রদর্শন, মূল্যায়ন ও বিশ্বাসের মর্যাদা রক্ষায় এক হয়ে সিলেটে আওয়ামী লীগকে আরো সুসংহত করার জন্যে তিনি নেতাকর্মী সহ সবার সহযোগিতা কামনা করেন।
তিনি আওয়ামী লীগকে তার প্রাণ আখ্যায়িত করেন বলেন, দলের জন্যে তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত আছেন।
বদর উদ্দিন আহমদ কামরান তাকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের জেলা সভাপতি জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক। এছাড়াও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা হরমুজ আলী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শাহীন আহমদ, কৃষক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা এম এ মোমিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বদর উদ্দিন আহমদ কামরানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে তিনি হযরত শাহজালাল (র) ও হযরত শাপরান (র) মাজার এবং তার বাবা-মার কবর জিয়ারত করেন।
Leave a Reply