নিজস্ব প্রতিবেদক : ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট দেয়া সম্পর্কে মানুষকে সচেতন করতে সিলেটে ইভিএম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে শনিবার দিনব্যাপী জেলা পরিষদ ভবন প্রাঙ্গণে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
সকালে এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী, পুলিশের উপমহাপরিদর্শক কামরুল আহসান ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা। সভাপতিত্ব করেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলীমুজ্জামান।
প্রদর্শনীতে ভোট দেয়ার মহড়াও দেয়া হয়।
Leave a Reply