সিলেটে অপরাজিতা প্রকল্পের আওতায় নিবার্চনে অংশগ্রহণে আগ্রহী নারী প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ৩০ অক্টোবর সুবিদবাজারে জেলা অপরাজিতা নেটওয়ার্ক সভাপতি ডা নাজরা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজনীন হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রুনা বেগম, বিশ্বনাথ উপজেলা মহিলা লীগের সভাপতি আফিয়া বেগম, বিশ্বনাথ উপজেলা মহিলা দলের সভাপতি বেগম স্বপ্না শাহীন এবং অপরাজিতা নূরুন নাহার, রোকেয়া বেগম, ফেরদৌসী ইকবাল, নেওয়ারুন নেছা, রুনা সুলতানা, খন্দকার মমতাজ বেগম, পিয়ারুন নেছা বেগম, হাছিনা বেগম প্রমুখ।
মতবিনিময় সভা নারীরা বলেন, তৃণমূল থেকে অপরাজিতাদের আরও বেশি গুরুত্ব দিতে হবে এবং নির্বাচনে সাধারণ আসনে অংশগ্রহণ বাড়াতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply