নিজস্ব প্রতিবেদক : সিলেটে নিযুক্ত ভারতের সহকারী রাষ্ট্রদূত এল কৃষ্ণমূর্তি বিভিন্ন পেশার নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
শুক্রবার রাতে মহানগরীর মির্জাজাঙ্গালে একটি অভিজাত হোটেলে সিলেটে ভারতীয় দূতাবাস এ শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে।
সহকারী রাষ্ট্রদূত এল কৃষ্ণমূর্তি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
সিলেটের বিভিন্ন পেশার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ, ব্যারিস্টার আরশ আলী, শিল্পী হিমাংশু বিশ্বাস, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক আজিজ আহমদ সেলিম ও ইকরামুল কবির, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুল ইসলাম লিটন, সহ সভাপতি শামসুল আলম সেলিম ও সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী।
Leave a Reply