নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রশাসন পবিত্র রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান ও মূল্য তদারকি অব্যাহত রেখেছে।
এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার মহানগরীর টিলাগড় এলাকার কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি চালানো হয়।
এতে নেতৃত্ব দেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া। এসময় সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
তদারকিকালে নানা অনিয়মের কারণে দুটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় এবং অন্য কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
Leave a Reply