সিলেটে পেশাগত দায়িত্ব পালনের ১৪ বছর পর রবিবার থেকে অত্যাধুনিক নিজস্ব ভবনে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর কার্যক্রম শুরু হলো।
মহানগরীর উপকণ্ঠে হযরত শাহপরান সেতু সংলগ্ন দৃষ্টিনন্দন বিশ্বমানের এ নতুন ভবনই র্যাব-৯ এর স্থায়ী ঠিকানা, যা ১০ একর জায়গার উপর নির্মাণ করা হয়েছে।
একদিকে সুরমা নদীর রূপালী জলের প্রবহমানতা অন্যদিকে সবুজ প্রকৃতির বিন্যাসে সাজানো র্যাব-৯ এর এ সুবিশাল কার্যালয়। এখানে অবারিত খোলা আকাশের নিচে রয়েছে একই রঙের ১০টি ভবন। প্রবেশদ্বারেই রয়েছে অভ্যর্থনা কক্ষ। এর পর ‘আম্রকানন’ নামে ব্যতিক্রমধর্মী আম বাগান। প্রশাসনিক সুযোগ সুবিধা ছাড়াও আছে প্রশস্ত খেলার মাঠ, এটিএম বুথ, সেমিনার কক্ষ এবং বাস্কেট ও টেনিস মাঠ। এছাড়া পরিকল্পনায় রয়েছে শিশু পার্ক, কার পার্কিং ও অগ্নি প্রতিরোধ ব্যবস্থা। ২০১৫ সালের ২৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা র্যাবের এই কমপ্লেক্সটির ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ২০১৭ সালের ২৬ এপ্রিল উদ্বোধন করেন।
Leave a Reply