‘সর্বক্ষেত্রে নারী পুরুষের সম অধিকার নিশ্চিত করো’ এবং ‘জঙ্গিবাদ রুখে দাঁড়াও’ এ আহ্বান জানিয়ে বাংলাদেশ নারী মুক্তি সংসদ সিলেট জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাংসদ হাজেরা সুলতানা। উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা শব্দসৈনিক রোকেয়া বেগম। প্রধান বক্তা ছিলেন ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড সিকন্দর আলী। বিশেষ অতিথি ছিলেন নারী মুক্তি সংসদের সহ সভাপতি ফজিলাতুন নাহার। সভাপতিত্ব করেন জেলা সভাপতি ইন্দ্রানী সেন।
Leave a Reply