নিজস্ব প্রতিবেদক : সিলেটে সমাবেশ ও আলোর মিছিল সহ নানা কর্মসূচিতে শহীদ মনির তপন জুয়েল দিবস পালিত হয়েছে।
১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর মহানগরীতে জামাত-শিবিরের হামলায় জাসদ সমর্থিত ছাত্রলীগের মনির ই কিবরিয়া চৌধুরী, তপন জ্যোতি দে ও এনামুল হক জুয়েল শহীদ হন।
দিনটি উপলক্ষে জাসদ জেলা শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে তিন শহীদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পরে আয়োজন করা হয় স্মরণসভার। এতে সভাপতিত্ব করেন, দলের জেলা সভাপতি লোকমান আহমদ। মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, মহানগর সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, জেলা সহ সভাপতি মজির উদ্দিন আনসার, সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তা।
এছাড়া ছাত্রলীগ কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের করে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শহীদ মুনির তপন জুয়েলের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে।
Leave a Reply