‘কর্মস্থলে মানসিক স্বাস্থ্য’ এ প্রতিপাদ্য নিয়ে সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৫তম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগ ও বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস সিলেট শাখার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওসমানী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের সহ সভাপতি অধ্যাপক ডা গোপাল শংকর দে। প্রধান অতিথি ছিলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা মোর্শেদ আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা এ কে মাহবুবুল হক, পার্কভিউ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা অছুল আহমেদ চৌধুরী, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের পরিচালক অধ্যাপক ডা মো তারেক আজাদ, নর্থ ইস্ট মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা মো আফজাল মিয়া, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা ফজলুর রহিম কায়সার ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম।
আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস সিলেট শাখার সাধারণ সম্পাদক ডা আ কে এস রয়েল। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ডা দীপেন্দ্র নারায়ণ দাস ও ডা মো শফিকুর রহমান। সঞ্চালনায় ছিলেন, ডা সুস্মিতা রায়।
Leave a Reply