নিজস্ব প্রতিবেদক : সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
‘সাধ্যের মধ্যে সবার জন্য নিরাপদ বাসস্থান’ এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার সকালে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। আরো উপস্থিত ছিলেন, সচিব বদরুল আলম ও প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, হেনরী হেবল রায়, কবির হোসেন, আরিফ রহমান, হাসিবুল্লাহ, চঞ্চল ও শাহেদ আহমদ।
Leave a Reply